নৌকা প্রতিকের পক্ষে একাধিক জালভোট দেওয়ার অভিযোগে মুন্সীগঞ্জে এক ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জের (সংসদীয় আসন নং ১৭২) টংগীবাড়ি উপজেলার হাসাইল ইউনিয়নের বানারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট (একাধিক ভোট) প্রদানের দায়ে মো: মীর হোসেন শিকদারকে (পিতা: সুলতান আহমেদ শিকদার) এ সাজা দেওয়া হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৪ (৪) অনুচ্ছেদ অনুযায়ী উপজেলার নির্বাচনি সংক্ষিপ্ত বিচার আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ দণ্ডাদেশ দেন।
আরও পড়ুন: নির্বাচনী অপরাধ: ৬০ জনকে ৬ মাস থেকে ৫ বছরের জেল
এর আগে প্রিজাইডিং অফিসার সোহেল রানার ফোন পেয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বিকাল ৩.৩০ টার দিকে ঘটনাস্থলে যান এবং কেন্দ্রের ৭ নং বুথ থেকে মো. মীর হোসেন শিকদার, তাজুল ইসলাম, কাদির তালুকদার ও ফরহাদ হোসেন নামে ৪ জনকে আটক করে সংক্ষিপ্ত বিচার শুরু করেন।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের সব আসনেই জিতলেন আইনজীবীরা
বিচার শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান আসামী মো. মীর হোসেন শিকদারকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করে বাকি ৩ জনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করেন।