নওগাঁয় বিধবা নারীকে ধর্ষণের মামলায় আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৫ জানুয়ারি) সকালে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর রাত্রি এগারোটায় জেলার সাপাহার উপজেলার হুজরাপুর গ্রামের ত্রিশ বছরের এক বিধবা নারীকে একই গ্রামের আব্দুল মজিদের ছেলে তাসিকুল (৩৫) শয়ন ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে।
ধষণের শিকার নারী ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত শেষে ঘটনার সত্যতা রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।
আদালত ২০২৩ সালের ২৯ নভেম্বর অভিযোগ আমলে নিয়ে তাসিকুলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। পলাতক থেকে আজ তাসিকুল আদালতে আত্মসমপর্ণ করে জামিনের প্রার্থনা করলে আদালত উভয় পক্ষের শুনানি অন্তে জামিনের দরখাস্ত না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালতে তাসিকুলের পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট আবু মাসউদ। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন বিশেষ পি.পি অ্যাডভোকেট মোঃ মকবুল হোসেন।