আদালতে মিথ্যা ও অসংলগ্ন বক্তব্য, কারাগারে সাক্ষী
কারাগার (প্রতীকী ছবি)

ডোম-ইনো গ্রুপের এমডি কারাগারে

প্রতারণার অভিযোগে আবাসন প্রতিষ্ঠান ডোম-ইনো বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একটি প্রতারণা মামলায় গ্রেফতারের পর আদালতে উপস্থাপন করলে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে বনানী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বনানী চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে রোববার (২১ জানুয়ারি) সকালে তাকে গ্রেফতার করা হয়। তবে কে মামলা করেছে এ বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

আজ সোমবার (২২ জানুয়ারি) বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহান হক বলেন, আদালতে ডোম-ইনোর এমডির বিরুদ্ধে ১৩৬টি প্রতারণায় মামলা রয়েছে।

এসব মামলায় তার জামিন বাতিল করে আদালতে তাকে একাধিকবার আত্মসমর্পণ করতে বলেন। কিন্তু তিনি আদালতের নির্দেশনা অনুযায়ী আত্মসমর্পণ না করায়, আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে, আদালত তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।