নাটোরে একটি হত্যা মামলায় ভাচুর্য়াল উপস্থিতিতে সফলভাবে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) নাটোর দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণুর আদালতে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিন মামলার ১৩ নং সাক্ষী ডাঃ জামান নিশাত রায়হান (লেকচারার, ডিপার্টমেন্ট অব ফরেনসিক মেডিসিন, রাজশাহী মেডিকেল কলেজ) এবং মামলার ১৪ নং সাক্ষী মুক্তা পারভীন (সিনিয়র সহকারী জজ, নওগাঁ) এর ভাচুর্য়াল উপস্থিতিতে সফলভাবে জবানবন্দি ও জেরা গ্রহণ করা হয়।
আদালত সূত্রে জানা যায়, গুরুদাসপুর থানার মামলা নং ০৩, তারিখ ০৭/০৪/২০২১ খ্রিঃ যার জি. আর নং ১০৮/২০২১ (গুরু) মামলাটি বিচার নিষ্পত্তির জন্য দায়রা জজ আদালতে বদলী হলে উক্ত মামলা সেশন ৪৩৭/২০২২ নম্বর হিসেবে নিবন্ধিত হয়।
মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের বিচারক অম্লান কুসুম জিষ্ণু ভাচুর্য়াল উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন। সেজন্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকার গত ২০/০৮/২০২৩ খ্রিঃ তারিখের ৪৯০নং বিজ্ঞপ্তি মূলে অদ্য ১২/০২/২০২৪ খ্রিঃ তারিখ ভাচুর্য়াল উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করেন।