মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার (২২ মার্চ) দিনগত রাত ৩টার দিকে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশত্যাগ করেন। আগামী ৩১ মার্চ প্রধান বিচারপতি দেশে ফিরবেন। এ সময় পর্যন্ত প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম।
আরও পড়ুন: অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি আশফাকুল ইসলাম
আজ শনিবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে এজলাসের ছাদ থেকে পড়ল পানি, ১৮ মিনিট বন্ধ থাকল বিচারকাজ
তিনি জানান, বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শুক্রবার দিনগত রাত ৩টা ১০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করছেন। আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির সাক্ষাৎ হবে।
আরও পড়ুন: এক লগইনেই মিউটেশন, খতিয়ান ও এলডি ট্যাক্সের সেবা গ্রহণের ব্যবস্থা হচ্ছে
প্রধান বিচারপতির অবর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি এম ইনায়েতুর রহিম প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আগামী ৩১ মার্চ বাংলাদেশের ফিরবেন বলে জানানো হয়।