অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি আশফাকুল ইসলাম

অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি আশফাকুল ইসলাম

অবকাশে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভ্যাকেশন জজ হিসেবে বিচারপতি মো. আশফাকুল ইসলামকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

আরও পড়ুনহাইকোর্টে ১১ অবকাশকালীন বেঞ্চ গঠন

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, বিচারপতি মো. আশফাকুল ইসলাম আগামী ২৪, ২৭, ৩১ মার্চ এবং ৩, ৮, ৯ এবং ১৫ এপ্রিল ভ্যাকেশন জজ হিসেবে সকাল ১১টা থেকে শারীরিক উপস্থিতিত মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

আরও পড়ুনসুপ্রিম কোর্টে এজলাসের ছাদ থেকে পড়ল পানি, ১৮ মিনিট বন্ধ থাকল বিচারকাজ

এদিকে, হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১১টি অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে ৭টি দ্বৈত এবং ৪টি একক বেঞ্চ রয়েছে। আগামী ২৪ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এসব বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুনজনস্বার্থের মামলায় বাড়ি ছাড়ার রায় বিরল : সালাম মুর্শেদীর আইনজীবী

প্রসঙ্গত, আসন্ন পবিত্র ঈদুল ফিতর, সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ আদালতের অবকাশে আগামীকাল ২২ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় (হাইকোর্ট ও আপিল) বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।