গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রিপন মিয়াকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন নামে এক গ্রাহকের পক্ষে রোববার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।
আরও পড়ুন: দায়িত্বপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর
নোটিশে বলা হয়েছে, নোটিশদাতা অনলাইন প্লাটফর্মে কিউকমের বিজ্ঞাপন দেখে ২০২১ সালের ২১ জুন তিনটি মোটরসাইকেল অর্ডার করেন। ওইদিনই মূল্য হিসেবে প্রতিষ্ঠানটিকে তিন লাখ ৯১৩ টাকা পরিশোধ করেন।
আরও পড়ুন: উত্তরপত্রে ফোন নাম্বার লিখে অনৈতিক প্রস্তাব: এনরোলমেন্ট পরীক্ষায় নিষিদ্ধ ৫ শিক্ষানবিশ
কিন্তু প্রতিষ্ঠানটি এক মাসের মধ্যে বাইক প্রদানের কথা থাকলেও দীর্ঘ এই সময়েও অর্ডার করা বাইক প্রদান করতে পারেনি।
আরও পড়ুন: সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা
নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে অর্ডার করা বাইক অথবা ক্ষতিপূরণসহ মূল্য পরিশোধের আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন দেওয়া উচিত নয় : সুপ্রিম কোর্ট
অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।