বিটিভিতে শুরু হতে যাচ্ছে আইন বিষয়ক অনুষ্ঠান ‘প্রমাণিত: অপ্রমাণিত- আইনের সহজপাঠ’
প্রমাণিত, অপ্রমাণিত- আইনের সহজপাঠ

বিটিভিতে শুরু হতে যাচ্ছে আইন বিষয়ক অনুষ্ঠান ‘প্রমাণিত: অপ্রমাণিত- আইনের সহজপাঠ’

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’ তে শুরু হতে যাচ্ছে আইন বিষয়ক অনুষ্ঠান “প্রমাণিত: অপ্রমাণিত – আইনের সহজপাঠ”। ২৫ মিনিট দৈর্ঘ্যের অনুষ্ঠানটি ধারাবাহিক দুই ধাপে প্রচারিত হবে।

আজ মঙ্গলবার (৭ মে) বিকাল সোয়া ৪ টায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের অডিটোরিয়ামে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

সুপ্রীম কোর্ট লিগাল এইড কমিটির সহায়তায় বাংলাদেশ টেলিভিশন প্রযোজিত আইন বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান ‘প্রমাণিত: অপ্রমাণিত- আইনের সহজপাঠ’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

আরও পড়ুন: বিচারকের বিরুদ্ধে মিথ্যা ও হেয় প্রতিপন্নমূলক বক্তব্য : হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন খুলনার পিপির

বাংলাদেশে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল এবং প্রাইভেট রেডিওতে আইন আদালত বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হলেও রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘বাংলাদেশ টেলিভিশন’ এ এটাই প্রথম আইন ও আদালত বিষয়ক অনুষ্ঠান।

এই বিষয়ে অনুষ্ঠানের পরিকল্পনাকারী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক নারী বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

এ বিষয়ে বিচারপতি কৃষ্ণা দেবনাথ জানান, অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ন্যায় বিচারের বিষয়ে মানুষ কে সচেতন করা। অনুষ্ঠানটি দুই ধাপে প্রচারিত হবে। প্রথম ধাপে ১০ মিনিটের একটি ভিজুয়াল স্টোরি প্রচারিত হবে। দ্বিতীয় ধাপে থাকবে ১৫ মিনিটের আইন ও আদালত বিষয়ক আলোচনা।