জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের চেয়ারম্যান ও আইন বিভাগের জনপ্রিয় অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহর জন্মদিন আজ।
ড. এস. এম. মাসুম বিল্লাহ ২০০৯ সালে সহকারী অধ্যাপক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। এস এম মাসুম বিল্লাহ ২০২২ সালের জুলাই মাসে অধ্যাপক হন এবং তখন থেকে তিনি জগন্নাথ আইনে বিভাগের ডিনের দায়িত্ব গ্রহণ করেন।
প্রফেসর বিল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম-এ ১ম শ্রেণীতে ১ম পদে স্নাতক হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ও ডিন ড. এস এম মাসুম বিল্লাহ।
ভূমি আইনের রাজনীতি ও কৃষকের দারিদ্র নিয়ে পিএইচডি করেছেন নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন থেকে।
ইউপিএল থেকে প্রকাশিত তার অভিসন্দর্ভটি বিদগ্ধ মহলে সমাদৃত হয়েছে। আইনকে পরিশীলিত বাংলায় প্রকাশ করে লিখেছেন ‘আইনের ভাব ও অভাব’ ও ‘আইন ও অবশিষ্ট’ নামে আরও দুটি বই।
ধর্মীয় অনুভূতির সাংবিধানিক স্বরূপ নিয়ে বাংলাদেশ অধ্যায় লিখেছেন হার্ট থেকে প্রকাশিত এবং প্রফেসর থিও লি এন এবং জ্যাকলিন নিও সম্পাদিত ‘রিলিজিয়াস অফেন্সেস ইন কমন ল এশিয়া’ বইয়ের।
দেশি-বিদেশী জার্নালে প্রকাশ করেছেন মানবাধিকার, লিগ্যাল হিস্ট্রি ও সংবিধানিকতাবাদ নিয়ে গোটা দশেক গবেষণা প্রবন্ধ।
তিনি বাংলাদেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে কাজ করেছেন।
ড. বিল্লাহ নিয়মিত টিভি টক শোতে উপস্থিত হন এবং জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বুদ্ধিবৃত্তিক বিতর্কে সক্রিয় থাকেন।