সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষায় বিশেষ পরিদর্শক ১০ বিচার বিভাগীয় কর্মকর্তা
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (লোগো)

১৭তম বিজেএস -এর লিখিতর ফল প্রকাশ ও মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

সপ্তদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৭তম বিজেএস) এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। একইসঙ্গে মৌখিক পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) কমিশনের ওয়েবসাইটে লিখিত পরীক্ষার ফল প্রকাশ ও মৌখিক পরীক্ষার তারিখও ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তির ভাষ্য মতে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগের উদ্দেশ্যে গৃহীত ১৭শ বিজেএস পরীক্ষা, ২০২৪ এর লিখিত পরীক্ষায় ৪১৫ জন কৃতকার্য হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি, ২০২৫ থেকে শুরু হবে, চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা ও মৌখিক পরীক্ষার সময়সূচী জানতে এখানে ক্লিক করুন

এর আগে, সপ্তদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৭ তম বিজেএস) পরীক্ষায় মোট ৭ হাজার ৩১০ জন পরীক্ষার্থী আবেদন করেন। চলতি বছরের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হয়।

প্রাথমিক পরীক্ষায় আবেদনকারী পরীক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ২০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ১০৮ জন পরীক্ষার্থী। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৩১ জন পরীক্ষার্থীর উত্তরপত্র বিভিন্ন কারণে বাতিল ঘোষণা করা হয়।

প্রাথমিক পরীক্ষা গ্রহণের একদিন পরেই ফল প্রকাশ করা হয়। ফলাফল পর্যালোচনায় দেখা যায় যে, মোট ৬০৩ জন পরীক্ষার্থী সপ্তদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের (১৭ তম বিজেএস) প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।

দেশে উদ্ভূত বিশেষ পরিস্থিতি ও পরীক্ষার্থীদের নিরাপত্তাসহ সার্বিক বিষয় বিবেচনায় আগামী ২০ জুলাই থেকে অনুষ্ঠাতব্য ১৭শ বিজেএস-২০২৪ এর লিখিত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে গত সেপ্তেম্বর মাসে লিখিত পরীক্ষার নতুন তারিখ প্রকাশ করা হয়।

ঘোষিত তারিখ অনুযায়ী, আবশ্যিক বিষয়ের পরীক্ষা ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হয় ২৬ অক্টোবর। ঐচ্ছিক বিষয়-১ ও ঐচ্ছিক বিষয়-২–এর পরীক্ষা হয় ২৭ অক্টোবর। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে প্রতিদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।