কোম্পানি আইন সংশ্লিষ্ট আবেদনসমূহ, কাগজপত্র তথ্য প্রদান ও ডকুমেন্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অনলাইনে আপলোড করার নির্দেশনা জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা সইকৃত জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন বিচারপতি আহমদ সোহেলের একক বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত ১৯১৩ ও ১৯৯৪ সালের কোম্পানি আইনের ১২-১৩, ৮১, ৮৫, ২২৮-২২৯, ৫৯-৬০, ১৫৯ এবং ১৭১ ধারা মতে আবেদনপত্রসমূহ ও সংশ্লিষ্ট কাগজপত্র গ্রহণ অনলাইনে জমা করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এপ্রেক্ষিতে, ১৯১৩ ও ১৯৯৪ সালের কোম্পানি আইনের ১২-১৩, ৮১, ৮৫, ২২৮-২২৯, ৫৯-৬০, ১৫৯ এবং ১৭১ ধারা মতে আবেদনপত্রসমূহ ও সংশ্লিষ্ট কাগজপত্র সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের (www.supremecourt.gov.bd) ই-ফাইলিং অংশে মামলার তথ্য প্রদান ও ডকুমেন্ট আপলোড করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।