বরগুনায় এক ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড, ৩টির বিরুদ্ধে মামলা

বরগুনায় এক ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড, ৩টির বিরুদ্ধে মামলা

বরগুনায় লাইসেন্স নবায়নকৃত না থাকায় এবং স্বেচ্ছায় দোষ স্বীকার করে লাইসেন্স নবায়নের অঙ্গীকার করায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তিনটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (৬ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বরগুনা শহরের বিভিন্ন এলাকায় অভিযানকালে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ এ আদেশ দেন।

এ সময় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না থাকায় দি মেডিকেল প্র‍্যাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিকস এন্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স ১৯৮২ অনুযায়ী সকল ডায়াগনস্টিক সেন্টারকে আইনী শর্তসমূহ দ্রুতসময়ের মধ্যে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. মেহেদী হাসান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত রাকিব মাহমুদ নৌবাহিনির একটি দল ও বরগুনা থানা পুলিশের একটি দল।