বরগুনায় স্পেশাল ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট: দুটি প্রতিষ্ঠানকে জরিমানা ও নিষিদ্ধ পলিথিন জব্দ

বরগুনায় স্পেশাল ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট: দুটি প্রতিষ্ঠানকে জরিমানা ও নিষিদ্ধ পলিথিন জব্দ

বরগুনা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

সোমবার (৬ জানুয়ারি) বরগুনার স্পেশাল ম্যাজিস্ট্রেট (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) এস, এম, শরিয়ত উল্লাহ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বরগুনা শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

আরও পড়ুনবরগুনায় এক ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড, ৩টির বিরুদ্ধে মামলা

এ সময় পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানকে পলিথিনের বিকল্প বা পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত রাকিব মাহমুদ, নৌবাহিনির একটি দল ও বরগুনা থানা পুলিশের একটি দল।