ফেসবুক পোস্টে বিচারপতির সমালোচনার কারণে ভিয়েতনামের একটি আদালত একজন বিশিষ্ট সাবেক আইনজীবীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে।
গত শুক্রবার (১০ জানুয়ারি) হ্যানয় বার অ্যাসোসিয়েশনের সাবেক উপ-প্রধান ৬৫ বছর বয়সী ট্রান দিন ত্রিয়েনকে ‘গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহার করে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন’ অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
আদালত জানিয়েছে, ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট করা কিছু বিষয়বস্তু আদালত এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করেছে।
হ্যানয়ের ভি দান ‘জনগণের জন্য’ নামে একটি আইনি প্রতিষ্ঠানের প্রধান ত্রিয়েন গত জুনে গ্রেপ্তার হন। গত সপ্তাহে তার আইন পেশার লাইসেন্স স্থগিত করা হয়।
২০১৩-২০১৮ সাল পর্যন্ত হ্যানয় বার অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার হিসেবে দায়িত্ব পালন করা ত্রিয়েন অধিকারকর্মীদের পক্ষে এবং জমি দখলের মতো বিষয়ে মক্কেলদের পক্ষে আইনি লড়াই করেছেন।
তার বিরুদ্ধে অভিযোগ আনা তিনটি ফেসবুক পোস্ট গত বছরের এপ্রিল ও মে মাসে আপলোড করা হয়েছিল। পোস্টগুলোতে তিনি প্রধান বিচারপতির সমালোচনা করেন।
ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, ত্রিয়েন ও তার আইনজীবীরা আদালতে যুক্তি দেন, পোস্টগুলো ছিল তার বাকস্বাধীনতার অধিকার চর্চা। এটি আইনের লঙ্ঘন নয়।
তবে আদালত রায় দেন, ভিয়েতনামের সংবিধানে বাকস্বাধীনতা স্বীকৃত হলেও তা রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন করার জন্য ব্যবহার করা যাবে না।