বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) হাসানুজ্জামান রিপন রচিত প্রথম গ্রন্থ “বলা বাহুল্য” এর মোড়ক উন্মোচন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
আজ সোমবার (১৩ জানুয়ারি) সোমবার বিকাল ৩টায় প্রধান বিচারপতির কনফারেন্স কক্ষে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম, প্রখ্যাত কথাসাহিত্যিক সাদাত হোসাইন এবং সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে এরকম একটি ব্যতিক্রমী গ্রন্থ রচনার জন্য রেজিস্ট্রার হাসানুজ্জামান রিপন এর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। একইসঙ্গে ভবিষ্যতেও লেখক তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর দ্বরপ্রান্তে নিয়ে যাবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন তিনি।