সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শহিদুল ইসলাম সপু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি মারা যান।
আরও পড়ুন: আইনজীবীকে হত্যাচেষ্টা : হাসিনা-জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শহিদুল ইসলাম সপুর জানাজা অনুষ্ঠিত হবে।
আইনজীবী অ্যাডভোকেট শহিদুল ইসলাম সপু জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।