বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না ও বিক্রির বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দুই মাস সময় দিয়েছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সময়ের আবেদন বিবেচনায় নিয়ে আজ সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশাফ এর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান হাইকোর্টের এ রিট আবেদন করেন। ওই রিট আবেদনের শুনানি নিয়ে গত ৭ জানুয়ারি হাইকোর্টের একই বেঞ্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক কে তলব করেছিলেন।
তারই ধারাবাহিকতায় মামলাটি শুনানির জন্য আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ২টা নির্ধারিত ছিল কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন সদস্যের জানাজার কারণে শুনানির সময় এক ঘন্টা পিছিয়ে দুপুর ৩টা নির্ধারণ করা হয়।
আরও পড়ুন: সুপ্রিম কোর্ট বারের সভাপতি-সম্পাদককে হাইকোর্টে তলব
নির্ধারিত সময়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক কোর্টে উপস্থিত হলে মামলার শুনানি শুরু হয়। শুনানিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আদালতকে জানান যে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মেইন বিল্ডিংয়ের তিন তলায় “সিয়াম ফুড কর্ণার” এ ইতোমধ্যে গরুর মাংস রান্না ও বিক্রি শুরু হয়েছে।
এছাড়া সমিতির অন্যান্য ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না ও বিক্রির বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হাইকোর্টের কাছে সময় প্রার্থনা করেন। অতঃপর সকল পক্ষের বক্তব্য শ্রবণ করে হাইকোর্ট বিশেষ বিবেচনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে দুই মাস সময় দেন।
একইসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না ও বিক্রি বিষয়ে অগ্রগতি জানাতে দুই মাস পর পুনরায় রিট মামলাটি হাইকোর্টের কার্যতালিকায় আসবে বলে উল্লেখ করেন আদালত।