মেয়াদ শেষে অবশিষ্ট ইন্টারনেট ডাটা, মিনিট ও এসএমএস পরবর্তী প্যাকেজে যুক্ত করতে সরকার ও কোম্পানিগুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুর রহমান এ নোটিশ পাঠান। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) নোটিশ প্রেরণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
আরও পড়ুন: সংসদ হবে দুই কক্ষের, মোট আসন ৫০৫
ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, গ্রামীণ ফোন, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: প্রেমিকার খোঁজে বাংলাদেশের হাইকোর্টের দ্বারস্থ মার্কিন যুবক
গত সোমবার দেওয়া নোটিশে বলা হয়, নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট করা হবে।