ডিআইইউ ল' ইয়ার্স এসোসিয়েশনের ঢাকা বার কমিটির নেতৃত্বে রাসেল-নেছার

ডিআইইউ ল’ ইয়ার্স এসোসিয়েশনের ঢাকা বার কমিটির নেতৃত্বে রাসেল-নেছার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ল’ইয়ার্স এসোসিয়েশন (ডিআইইউএলএ) এর ঢাকা বার কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক কার্যনির্বাহী সদস্য, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম. আর. কে রাসেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: নেছার আহমেদ।

ঢাকা আইনজীবী সমিতির চতুর্থ তলার হল রুমে গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই সময় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, আইনজীবী নেতৃবৃন্দ এবং প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নির্বাচিত কমিটির সভাপতি এম. আর. কে রাসেল বলেন দীর্ঘদিনের প্রচেষ্টায় এই সংগঠন সৃষ্টি হয়েছে। এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে সিনিয়র ও জুনিয়র ভাই-বোন দের মধ্যে সুদৃড় বন্ধন তৈরি করা, একে অপরকে সাহায্য করা এবং সবাইকে সাথে নিয়ে অগ্রসর হওয়া।

সাধারণ সম্পাদক মো: নেছার আহমেদ বলেন আমরা সবার সহযোগিতা নিয়ে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। সবার সহযোগিতা নিয়ে ঢাকা আইনজীবী সমিতিতে উক্ত সংগঠনকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে আমরা রূপান্তরিত করব ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা কামনা করছি।