জামালপুরে জাকির হোসেন নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর জামিন নামঞ্জুর করায় আদালত প্রাঙ্গনে হট্টগোল ও বিশৃঙ্খলা করেছে তার স্বজন ও এলাকাবাসী। এ সময় তারা জাকির হোসেনের মুক্তির দাবি করে স্লোগান দিতে থাকে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার বুধবার (১৫ জানুয়ারি) বিকালে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হট্টগোল ও বিশৃঙ্খলার এ ঘটনা ঘটে।
এদিন বেলা ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তাঁর মুক্তির দাবিতে শতাধিক নারী-পুরুষ স্লোগান দেন। এ সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে একজন নারীসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে।
স্থানীয় ও আদালত সূত্র জানায়, বাড়িঘর ভাঙচুরের মামলায় আদালত অ্যাডভোকেট জাকির হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এই খবর পেয়ে জাকির হোসেনের স্বজন ও এলাকাবাসীরা আদালত প্রাঙ্গনে তার মুক্তি চেয়ে স্লোগান দিতে থাকে। আদালতপাড়ায় স্লোগান ও হট্টগোল থামাতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় এক নারীসহ ৫ জন আহত হন।
আইনজীবির ভাতিজি আহত নারী জান্নাতুল হুমাইরা জেমি বলেন, ‘আমি গ্রামের লোকজনকে বাইরে বসিয়ে ভেতরে প্রবেশ করতে গেলে পুলিশ মারধর শুরু করে। তারা আমাদের গ্রামের নিরীহ এলাকাবাসীকেও মারধর করেছে।’
কোর্ট ইন্সপেক্টর আবুল হোসেন বলেন, আমাদের এখানে মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি। হয়তো বা ধাক্কাধাক্কি হয়েছে। কিন্তু মারামারি হয়নি। তারা করতে চেয়েছিলো। আমরা সর্বোচ্চ সতর্ক থেকে তাদের বোঝাতে সক্ষম হয়েছি।’
উল্লেখ্য, জামালপুরের মেলান্দহের নাংলা গ্রামে বাড়ি-ঘরে হামলা ভাঙচুরের ঘটনায় জনৈক চায়না বেগম বাদী হয়ে মামলা করেন। মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী জাকির হোসেনকে প্রধান আসামি করা হয়।
মামলায় আদালতে জামিন চেয়ে হাজির হলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।