বার ও বেঞ্চের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে বিচারপ্রার্থীদের সুবিচার নিশ্চিত করতে হবে: প্রধান বিচারপতি

বার ও বেঞ্চের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে বিচারপ্রার্থীদের সুবিচার নিশ্চিত করতে হবে: প্রধান বিচারপতি

ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক প্রীতিভোজ এক অনাড়ম্বর পরিবেশে আইনজীবী সমিতির অডিটরিয়ামে সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিষ্টার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম, চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ.এস.এম. বদরুল আনোয়ারসহ চট্টগ্রামের বিজ্ঞ বিচারকবৃন্দ।

বার্ষিক ভোজে সমিতির সদস্যদের সাথে প্রীতভোজে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি। সমিতির প্রীতিভোজ অন্যান্য বারের তুলনায় এই প্রথম ব্যতিক্রম ভাবে সাজানো হয়।

বার্ষিক ভোজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক এবং সঞ্চালনায় ছিলেন সমিতির সহসাধারণ সম্পাদক মো. কাশেম কামাল।

আরও পড়ুনজামিন চেয়ে হাইকোর্টে চিন্ময় দাসের আবেদন

এসময় কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবদুল কাদের, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান খান, সহসাধারণ সম্পাদক মো. কাশেম কামাল, অর্থ সম্পাদক কাজী মো. আশরাফুল হক আনসারী (জুয়েল), পাঠাগার সম্পাদক আহমেদ কবির (করিম), সাংস্কৃতিক সম্পাদক মারুফ মো. নাজেবুল আলম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অভিজিত ঘোষ, নির্বাহী সদস্য যথাক্রমে আবদুল্লাহ আল ফাহাদ, ইমরান হোসাইন চৌধুরী, মিটুন দাশ, মো. হাবিবুর রহমান, মো. নাসিমুল আবেদীন চৌধুরী (রায়হান), শাহ ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান, মো. ফখরুল ইসলাম গালিব, নুর হোসেন, মোহাম্মদ শাকিল, মো. আবু কাউছার পন্নী, আয়শা আকতার সানজিসহ সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ বিপুল সংখ্যক বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আইনজীবীদের উদ্দেশ্য বলেন, চট্টগ্রাম বার দেশের অন্যতম সমৃদ্ধ বার। বিজ্ঞ আইনজীবীরা পারষ্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে বিচার বিভাগের মর্যাদা সমুন্নত করে রেখেছেন। বিচারক এবং আইনজীবীর সমন্বয়ে আমাদের বিচার ব্যবস্থা গড়ে উঠেছে। কোন এক পক্ষকে বাদ দিয়ে বিচার বিভাগ চলতে পারে না। বিচারক এবং আইনজীবীদের মূল উদ্দেশ্য হচ্ছে বিচারপ্রার্থী জনগণকে সহযোগিতা করা। দেশে সু-শাসন প্রতিষ্ঠা করা। তাই বার ও বেঞ্চের সৌহার্দপূর্ণ সম্পর্কের মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের সুবিচার নিশ্চিত করতে হবে। বিচারক ও আইনজীবীদের সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে একটি ঘুষ-দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে সমিতির মনোগ্রাম সম্বলিত সম্মানান ক্রেস্ট ও সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফল ড্র আয়োজন করা হয়।