এফডিআরের সাড়ে ৩৩ কোটি টাকা নিয়ে দুশ্চিন্তায় চট্টগ্রামের ৮ হাজার আইনজীবী

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তফশিল ঘোষণা

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন–২০২৫ এর তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনের উদ্দেশ্যে গঠিত নির্বাচন কমিশন গতকাল সোমবার (২০ জানুয়ারি) এ তফশিল ঘোষণা করে।

ঘোষিত তফশিল অনুযায়ী, ২০ জানুয়ারি (গতকাল) থেকে ২৩ জানুয়ারি বিকাল ৩ টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে হবে। ২৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

২৫ জানুয়ারি মনোনয়নপত্র বৈধতা সংক্রান্ত আপত্তি শুনানি ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ২৭ জানুয়ারি প্রার্থী স্বয়ং উপস্থিত হয়ে মুখ্য নির্বাচনী কর্মকর্তা বরাবরে লিখিতভাবে আবেদনক্রমে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

২৮ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন কর্তৃক আইনজীবী অডিটরিয়ামে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনসূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি প্রত্যেক প্রার্থীকে যথাযথভাবে পালন করতে হবে। অন্যথায় প্রার্থিতা বাতিল করা হবে। কমিশন সূত্র আরো জানায়, এবারের নির্বাচনে মোট ৫ হাজার ৪০৪ জন আইনজীবী ভোট প্রদান করবেন।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন গঠন করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি।

এতে আইনজীবী মোহাম্মদ সোলায়মানকে মুখ্য নির্বাচনী কর্মকর্তা করা হয়। আর আইনজীবী উত্তম কুমার দত্ত, তারিক আহমদ, সামশ্রী বড়ুয়া ও মো. নুরুদ্দীন আরিফ চৌধুরীকে নির্বাচনী কর্মকর্তা করা হয়।