ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ‘সমমনা আইনজীবী ঐক্য পরিষদ’ সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদে জয়লাভ করেছে। অন্যদিকে একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
গত শনিবার (১৮ জানুয়ারি) জেলা আইনজীবী সমিতির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি ভবনে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ৩৩৬ জন ভোটারের মধ্যে ৩১৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সন্ধ্যায় ভোট গণনা শুরু হয় এবং রাত সাড়ে ৯টায় নির্বাচন কমিশনার সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. টিপু সোলায়মান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে বিএনপি-জামায়াত সমর্থিত ‘সমমনা আইনজীবী ঐক্য পরিষদ’ থেকে সভাপতি পদে মো. নুরুল আমিন খাঁন ২০০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মীর মোশারফ হোসেন মানিক ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জুলফিকার বুকুল ১১০ ভোট ও সাধারণ সম্পাদক প্রার্থী শাহ মোহাম্মাদ কায়কোবাদ ১৩৯ ভোট পেয়েছেন।
সমমনা আইনজীবী ঐক্য পরিষদ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম তুহিন ১৮৬ ভোট ও অডিটর পদে আব্দুল কুদ্দুস ১৮৪ ভোট পেয়েছেন।
এ পরিষদ থেকে সদস্য পদে নুরুল আবছার ২৫৬ ভোট, মোহাম্মদ খুরশিদ আলম মাহাদী ২৫৪ ভোট, ওছমান গনি মিরন ২৪৬ ভোট, হুমায়ূন কামাল ২৩৪ ভোট, আহমেদ উল্ল্যাহ অনিক ২৩১ ভোট এবং মুহাম্মদ ফখরুল ইসলাম ২২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হয়ে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আলা উদ্দিন ভূঁঞা ১৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
জয়ের পর নবনির্বাচিত সভাপতি মো. নুরুল আমিন খাঁন বলেন, “এ জয়ে আমরা আনন্দিত। আগামীর পথচলায় সকলের সঙ্গে আলোচনা করে আইনজীবীদের স্বার্থরক্ষায় কাজ করে যাব।”
এবারের নির্বাচনে ১১ পদে ১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারমধ্যে ছয়টি পদে প্রার্থী হন স্বতন্ত্ররা। নির্বাচনে সহ-সভাপতি পদে মো. সফিউল আলম ও রহিমা খাতুন হেলপী, অর্থ সম্পাদক পদে আনোয়ার হোসেন, লাইব্রেরি সম্পাদক পদে মুহাম্মদ আব্দুল্লাহ আল মনসুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবার আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা কোনো প্যানেল ঘোষণা না করলেও বিএনপি-জামায়াত সমমনা আইনজীবী পরিষদ প্যানেল ঘোষণা করে নির্বাচনে অংশ নেন।
প্রসঙ্গত, গতবছর ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ‘সমমনা আইনজীবী ঐক্য পরিষদ’ সভাপতি-সম্পাদকসহ ১১টি পদে জয়লাভ করেছিল। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ চারটি পদে জয়ী হয়েছিল।