ঋণের টাকা বেনোভোলেন্ট ফান্ডের সাথে সমন্বয় করার অনুরোধ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (লোগো)।

নিয়মিত প্র্যাকটিসিং আইনজীবী নির্ধারণে সুপ্রিম কোর্ট বারে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনে আবেদন

দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে সদস্যদের জন্য ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের নির্দেশ চেয়ে আবেদন করা হয়েছে।

সারাদেশে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বরাবর আজ বুধবার (২২ জানুয়ারি) এ আবেদন জানান অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান।

আবেদনে বলা হয়, গত ২১ জানুয়ারি (মঙ্গলবার) প্রকাশিত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এর হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক পদে নিয়োগ লাভের আবেদন পত্রের ফরমের দফা ১৫ এর (খ) অনুযায়ী কোন সময়ে সুপ্রিম কোর্টে প্র্যাকটিসে বিরতি থাকলে ওই সময়কাল ও বিবরণ উল্লেখ করতে হবে।

আরও পড়ুনসুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশে যা আছে

কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আইনজীবীদের নিয়মিত ও অনিয়মিত প্র্যাকটিসিং আইনজীবীদের মধ্যে সুনির্দিষ্ট করার কোন সুযোগ নেই। ফলে যোগ্য আইনজীবী প্রার্থী নির্ধারণ করা কঠিনতর হবে। এছাড়া অনেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হয়ে জেলা আইনজীবী সমিতিতে নিয়মিত প্র্যাকটিস করে আসছেন।

এজন্য সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এর আবেদন ফরমের দফা ১৫ (খ) অনুযায়ী নিয়মিত প্র্যাকটিসিং আইনজীবী নির্ধারণের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের জন্য প্রয়োজনীয় নির্দেশ দিতে আবেদনে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।