মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : দেশের ৮টি বিভাগীয় শহরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবনের বিদ্যমান রিসিপশনে তথ্য ও সেবা কেন্দ্র চালু করা হচ্ছে।
বিচারপ্রার্থী জনগণের জন্য আদালত সংশ্লিষ্ট তথ্য প্রাপ্তি সহজলভ্য করতে আদালতের একজন সহায়ক কর্মচারীকে দায়িত্ব দিয়ে প্রতিদিন অফিস সময়ে এ কেন্দ্র চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি করা হয়েছে: আইন উপদেষ্টা
মঙ্গলবার (২১ জানুয়ারী) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৮ এর সিনিয়র সহকারী সচিব আশফাকুর রহমানের স্বাক্ষরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশ জারী করা হয়।
দেশের ৮টি বিভাগীয় শহর যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের রিসিপশনে তথ্য ও সেবা কেন্দ্র চালু করা হবে।