পরিবারিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পরও আসামিকে গ্রেফতার না করায় ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শোকজ করেছেন আদালত।
আজ বুধবার (৭ মে) ফেঞ্চুগঞ্জের সহকারী জজ ইমরান হোসেন এ আদেশ দেন।
জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মামলার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফেঞ্চুগঞ্জ থানার ওসি আসামিকে গ্রেফতার করেননি।
এমনকি তিনি আদালতে কোনো গ্রেফতারের অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদনও দাখিল করেননি। পরবর্তী সময়ে একই বছরের নভেম্বরে আদালত পুনরায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপরও ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয়নি।
এ অবস্থায় ডিক্রিদার (যিনি মামলায় রায় পেয়েছেন) ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন আদালত। বিষয়টিকে গুরুত্ব দিয়ে আদালত সংশ্লিষ্ট থানার ওসিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেন এবং এর একটি অনুলিপি সিলেট জেলার পুলিশ সুপার (এসপি) ও সিলেট রেঞ্জের ডিআইজি বরাবর পাঠান।
সংশ্লিষ্টরা মনে করছেন, পুলিশের এমন গাফিলতি বিচারপ্রার্থীদের জন্য এক ধরনের হতাশা এবং বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করে। আদালতের এই পদক্ষেপ বিচারপ্রার্থী নাগরিকদের অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।