রায় ও আদেশ অনলাইনে প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টের আইনজীবীর আবেদন

রায় ও আদেশ অনলাইনে প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টের আইনজীবীর আবেদন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগসহ দেশের অধস্তন সকল আদালতের রায় ও আদেশ অনলাইনে প্রকাশের দাবিতে লিখিত আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।

আজ বুধবার (৭ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, আইন সচিব, তথ্য সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর এ আবেদন জানানো হয়।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী এখনো আদালতের রায় ও আদেশ পেতে সীমাহীন দুর্ভোগের শিকার হয়। বিশেষ করে গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়। অথচ অনলাইনে সহজে এসব রায় ও আদেশের কপি (সার্টিফায়েড/সফটকপি) পাওয়া গেলে সরকার নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে জনগণ তা সহজে ডাউনলোড করতে পারত।

তিনি আরও বলেন, বাংলাদেশে আইন শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হলে আদালতের স্বচ্ছতা বাড়াতে হবে। অনলাইনে রায় ও আদেশ প্রকাশ করা হলে বিচার বিভাগের জবাবদিহিতা যেমন বাড়বে, তেমনি জনসাধারণের ভোগান্তিও হ্রাস পাবে।

সালাহ উদ্দিন রিগ্যান আরও উল্লেখ করেন, অনেক দেশেই আদালতের রায় ও আদেশ অনলাইনে প্রকাশের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশেও এমন ব্যবস্থা চালু করা হলে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।

তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, আইন সচিব, তথ্য সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর পাঠানো আবেদনপত্রে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।