বিদেশী রাষ্ট্রের সম্ভাব্য মিসাইল হামলা থেকে বাংলাদেশের জনগণ ও ভূখণ্ড রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ক্রয় ও স্থাপনের দাবিতে একটি আইনি নোটিশ প্রেরণ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ মাহমুদুল হাসান আজ বৃহস্পতিবার (৮ মে) রেজিস্ট্রি ডাকযোগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে এবং এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি মারাত্মক হুমকির মুখে পড়েছে। বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টাও জানিয়েছেন যে দেশটি ক্রমাগত যুদ্ধের ঝুঁকিতে রয়েছে।
আরও পড়ুন : জাল আদেশে সাজাপ্রাপ্ত আসামির জামিন, বিচারক জানলেনই না!
আইনি নোটিশে আরও উল্লেখ করা হয়, বিদেশী মিসাইল হামলার প্রতিরোধে বাংলাদেশের কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে নেই। ফলে হামলার শিকার হলে প্রচুর প্রাণহানি ও দেশের জনগণের সংবিধান স্বীকৃত জীবনের অধিকার (অনুচ্ছেদ ৩২) লঙ্ঘিত হবে।
নোটিশে বিশ্বে বর্তমানে বিদ্যমান তিনটি কার্যকর মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সিস্টেমকে বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তবসম্মত ও কৌশলগতভাবে লাভজনক বলে উল্লেখ করা হয়।
কারণ, ইসরায়েলের ‘আয়রন ডোম’ বাংলাদেশের পক্ষে কূটনৈতিক সম্পর্কের অভাবে গ্রহণযোগ্য নয় এবং রাশিয়ার ‘এস-৪০০’ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আর্থিক লেনদেনের সমস্যায় পড়বে।
নোটিশে পাঁচ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে, অন্যথায় হাইকোর্টে রিট দায়েরের ঘোষণা দেওয়া হয়েছে।