বিচারবিভাগ সম্পূর্ণভাবে স্বাধীন হয়নি: মাসদার হোসেন মামলার প্রখ্যাত বিচারক
প্রাক্তন জেলা ও দায়রা জজ মাসদার হোসেন

বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীন হয়নি: মাসদার হোসেন মামলার প্রখ্যাত বিচারক

বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রাখা ‘মাসদার হোসেন মামলার’ প্রখ্যাত বিচারক ও প্রাক্তন জেলা ও দায়রা জজ মাসদার হোসেন শুক্রবার (৯ মে) পরিদর্শন করেন দেশের অন্যতম আইন শিক্ষাপ্রতিষ্ঠান ডিজুরি একাডেমি

তিনি ‘From Vision to Verdict: The Path to an Independent Judiciary’ শীর্ষক এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন। সকাল ১০টায় ডিজুরি একাডেমির নিজস্ব ‘মাসদার হোসেন থিয়েটার রুম’-এ আয়োজিত এই সেশনে তিনি বিচার বিভাগের সাংবিধানিক কাঠামো, প্রশাসনিক স্বায়ত্তশাসন এবং ভবিষ্যৎ আইন ব্যবস্থার উন্নয়নের বিষয়ে বক্তব্য প্রদান করেন।

সেখানে তিনি বলেন, “আমাদের সরকারের অধীনে বেঁধে রাখার যে ইনক্যাডারমেন্ট অর্ডার, তা ultra vires এবং অবৈধ ঘোষিত হয়েছে, কিন্তু বিচার বিভাগ এখনো সম্পূর্ণভাবে স্বাধীন হয়নি।”

সেমিনারটিতে ডিজুরি একাডেমির শিক্ষার্থী, মেন্টর, আইনজীবীসহ বিভিন্ন আইনি পেশাজীবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় ডিজুরি একাডেমির ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল এবং ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম -এর ফেসবুক পেইজে, যেখানে হাজারেরও বেশি দর্শক যুক্ত হন।

ডিজুরি একাডেমির প্রধান নির্বাহী পরিচালক ওয়ালিদ রহমান স্বপ্নিল বলেন, “আজকের দিনটি ডিজুরি একাডেমির চলার পথে একটি বিশেষ অধ্যায়। বিচার বিভাগের এই মহান ব্যক্তিত্বকে সামনে থেকে শোনা এবং তাঁর চিন্তা-দর্শন উপলব্ধির সুযোগ পেয়ে আমরা কৃতজ্ঞ।”

বাংলাদেশভিত্তিক এই আইনি শিক্ষা প্রতিষ্ঠানটি বার কাউন্সিল, বিচার বিভাগ ও অন্যান্য পেশাগত পরীক্ষার জন্য যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করে আসছে। অনলাইন ও অফলাইনের সমন্বয়ে পরিচালিত ক্লাস, ভিডিও কোর্স, মক ভাইভা ও পরীক্ষার প্রস্তুতির মাধ্যমে আইন শিক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করেছে ডিজুরি একাডেমি।

উল্লেখ্য, ১৯৯৯ সালের “মাসদার হোসেন মামলার” মধ্য দিয়ে বিচার বিভাগকে প্রশাসন থেকে পৃথক করার নির্দেশনা দেন জনাব মাসদার হোসেন, যা বাংলাদেশে বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার প্রক্রিয়ার সূচনা করে।

সেমিনারে অংশগ্রহণকারীরা তাঁর বক্তব্যকে অত্যন্ত শিক্ষণীয়, সময়োপযোগী এবং আগ্রহী আইন শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক হিসেবে উল্লেখ করেন।

ডিজুরি একাডেমি ভবিষ্যতেও আইন, বিচার ও ন্যায়বিচার সংক্রান্ত এমন জ্ঞাননির্ভর সেশনের আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।