ভারতে সম্প্রচারিত কিছু বাংলাদেশি টেলিভিশন ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ঘোষণার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল হক।
আজ সোমবার (১২ মে) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে পাঠানো নোটিশের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং এই নিষেধাজ্ঞাকে ‘একপেশে ও অন্যায্য’ বলে আখ্যায়িত করেন।
নোটিশে উল্লেখ করা হয়, ভারতের কর্তৃপক্ষ বাংলাদেশের সময় টিভি, একাত্তর টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, ডিবিসি নিউজ, যমুনা টিভি, Voice of Bangladeshi, Our Voice এবং Citizen TV BD-সহ বেশ কিছু ইউটিউব চ্যানেলকে ‘anti-India propaganda’ এবং ‘পাকিস্তানপন্থী’ অপপ্রচার চালানোর অভিযোগে নিষিদ্ধ করেছে।
অ্যাডভোকেট রেজাউল হক বলেন, “যখন ভারতের নিজস্ব মিডিয়া যেমন Republic TV, India Today, Times Now এবং Zee News বাংলাদেশ সম্পর্কে কটাক্ষমূলক ও বিদ্বেষমূলক প্রচারণা চালায়, তখন এসব বাংলাদেশি চ্যানেলের বিরুদ্ধে এধরনের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ। এটি স্বাধীন মতপ্রকাশের পরিপন্থী এবং আন্তর্জাতিক কূটনৈতিক শালীনতা লঙ্ঘন করে।”
তিনি আরও জানান, ভারতের এই নিষেধাজ্ঞার মাধ্যমে বাংলাদেশের স্বাধীন মিডিয়াকে দমন করার চেষ্টা চলছে এবং এটি আন্তর্জাতিকভাবে নিন্দনীয়।
নোটিশের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন, ভারতের উসকানিমূলক চ্যানেলগুলোর সম্প্রচার বাংলাদেশ কেন এখনো বন্ধ করা হয়নিও তার যৌক্তিক ব্যাখ্যা ৭ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে। অন্যথায়, বাংলাদেশ ও আন্তর্জাতিক আইনের আওতায় তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি দেন।