বাংলাদেশের সংসদ সদস্যদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।
আজ বুধবার (১৪ মে) এ বিষয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপদ আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বরাবর একটি লিখিত আবেদন দাখিল করেছেন।
আবেদনে সালাহ উদ্দিন রিগ্যান উল্লেখ করেন, সংসদ সদস্যরা দেশের আইন প্রণয়ন করেন। অথচ বর্তমান গণপ্রতিনিধিত্ব আদেশ (Representation of the People Order) বা সংশ্লিষ্ট কোনো আইনে সংসদ সদস্যদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। ফলে বিভিন্ন সময় আইন প্রণয়নের ক্ষেত্রে ত্রুতি-বিচ্যুতি পরিলক্ষিত হয়। এতে আইনের শাসন প্রতিষ্ঠা ব্যাহত হচ্ছে।
এ প্রেক্ষিতে তিনি গণপ্রতিনিধিত্ব আইনে সংশোধন এনে সংসদ সদস্য প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।