উচ্চ আদালতে আইন পেশা পরিচালনায় হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরা ফলাফল পুনঃমূল্যায়নের (রিভিউ) আবেদন ও তৃতীয় পরীক্ষকের মাধ্যমে পুনঃমূল্যায়নে ৬১৭ জন আইনজীবী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন।
বার কাউন্সিল সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন সিকদার স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার (১৫ মে) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির ভাষ্য মতে, ২০২৪ সালের ১০ মে অনুষ্ঠিত হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতির লিখিত পরীক্ষার ১৫৪৫ জন পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন শেষে মোট ৫৭৪ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন।
এই মূল্যায়ন বার কাউন্সিলের ২০২৪ সালের ২৯ নভেম্বর এবং ২০২৫ সালের ২৬ জানুয়ারির সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারির এনরোলমেন্ট কমিটির সম্মতির ভিত্তিতে সম্পন্ন হয়।
তৃতীয় পরীক্ষকের মাধ্যমে পুনঃমূল্যায়নেও উত্তীর্ণ ৪৩ জন
অন্যদিকে, ২০২৪ সালের ৫ অক্টোবর অনুষ্ঠিত একই পরীক্ষায় অংশ নেওয়া মোট ৭৯ জন পরীক্ষার্থীর উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের মাধ্যমে পুনঃমূল্যায়ন করা হয়। এর মধ্যে ৪৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদেরকেও একইভাবে ভাইভা পরীক্ষায় অংশ নিতে হবে।
এই দুই ধাপে সর্বমোট ৬১৭ জন আইনজীবী হাইকোর্ট বিভাগের প্র্যাকটিসের জন্য ভাইভা পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে এবং তাদেরকে এখন হাইকোর্ট প্র্যাকটিসের জন্য মৌখিক পরীক্ষা দিতে হবে। এই ভাইভা পরীক্ষার সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।