বাংলাদেশ আর্মি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাইউস্ট), কুমিল্লার আইন ও বিচার বিভাগের উদ্যোগে মঙ্গলবার (১৩ মে) দিনব্যাপী অনুষ্ঠিত হলো জাতীয় আইন অলিম্পিয়াড ২০২৫। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় দেশের ১১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থী।
এদিন সকাল ১০টায় বাইউস্ট উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন অলিম্পিয়াডের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার মাহমুদ এবং বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. কে আহমেদ আলম।
এবারের আইন অলিম্পিয়াডে তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় — আইন কুইজ, কেস বিশ্লেষণ এবং সম্মেলন ও সেমিনার। সমসাময়িক আইনি বিষয় যেমন টেকসইতা, ন্যায়বিচার, মানবাধিকার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে প্রতিযোগিতার বিষয়বস্তু গড়ে ওঠে।
আইন কুইজ প্রতিযোগিতা:
প্রথম রাউন্ডে অংশগ্রহণ করেন ৯০ জন শিক্ষার্থী। তাদের মধ্য থেকে ২০ জনকে বাছাই করে ‘বুজার রাউন্ড’-এ অংশগ্রহণ করানো হয়। এই রাউন্ডে চূড়ান্তভাবে ৫ জনকে “কুইজ মাস্টার” হিসেবে ঘোষণা করা হয় এবং পুরস্কৃত করা হয়।
কেস বিশ্লেষণ বিভাগ:
এই বিভাগে ১০টি বিশ্ববিদ্যালয়ের ১৮টি দল অংশ নেয়। তিনটি রাউন্ডে অনুষ্ঠিত মৌখিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বাস্তব মামলার বিশ্লেষণ উপস্থাপন করে।
সম্মেলন ও সেমিনার বিভাগ:
এই বিভাগে ১৭ জন শিক্ষার্থী গবেষণাপত্র উপস্থাপন করেন। লিখিত পরীক্ষা, মামলাভিত্তিক বিতর্ক এবং অভিজ্ঞ আইনজীবী ও শিক্ষাবিদদের বিচারিক পর্যালোচনার মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়।
বিজয়ীদের মধ্যে:
-
আইন কুইজ ও কেস বিশ্লেষণ বিভাগে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশ আর্মি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
-
সম্মেলন ও সেমিনার বিভাগে প্রথম স্থান অধিকার করে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা আইনশাস্ত্রের বিভিন্ন শাখায় নিজেদের দক্ষতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ পান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্ট-এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন বলেন, “আইন ও বিচার বিভাগ প্রথমবারের মতো ক্যাম্পাসভিত্তিক এই অলিম্পিয়াড আয়োজন করেছে। আমি বিশ্বাস করি, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের আইনজ্ঞান ও বিশ্লেষণ ক্ষমতার বিকাশ ঘটাতে পেরেছে। সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”
এই আয়োজন দেশের আইন শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে আইনি চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করেন আয়োজকরা।