ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক পারভেজের বিরুদ্ধে রিমান্ডে নেওয়া এক আসামির কাছ থেকে ঘুষ দাবি, শারীরিক নির্যাতন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। ঢাকা জেলা পুলিশ সুপারের দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
তদন্ত প্রতিবেদনটি গত ২৮ জানুয়ারি আদালতে জমা দেওয়া হয় এবং গত বৃহস্পতিবার (১৫ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তা আমলে নেন। একই সঙ্গে আদালত অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
আদালতের আদেশে উল্লেখ করা হয়, রিমান্ডে থাকা আসামি মো. সাব্বিরের পরিবারের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি এবং হুমকির অভিযোগে একটি ফোনালাপের রেকর্ড ও পেনড্রাইভ আদালতে উপস্থাপন করা হয়েছে।
বিচারক উল্লেখ করেন, গত ৮ ডিসেম্বর আদালতের নির্দেশ লঙ্ঘন করে নির্যাতন ও ঘুষ চাওয়ার ঘটনা আদালতের প্রতি অবমাননার শামিল।
তদন্তে অভিযোগের সত্যতা মিললেও অভিযুক্ত এসআই মো. তারেক পারভেজের বিরুদ্ধে কোনো বিভাগীয় বা আইনগত ব্যবস্থা না নেওয়ায় আদালত পুলিশ বিভাগের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।
আদালত পুলিশ সুপারকে আগামী ২০ মে’র মধ্যে গৃহীত ব্যবস্থা সম্পর্কে লিখিতভাবে জানাতে বলেছেন। অন্যথায় আদালতের আদেশ অমান্যের দায়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।