রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীকে মেধা তালিকায় অগ্রাধিকার থাকা সত্ত্বেও ‘অবৈধভাবে’ ভর্তি থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি ও তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাহমুদুল হাসান সম্প্রতি এ নোটিশটি প্রদান করেন।
নোটিশে বলা হয়, রাজশাহীর তাসনিম হক তানকিন নামের এক শিক্ষার্থী স্থাপত্য বিভাগে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ১৮৪তম স্থান অর্জন করেন, যা অপেক্ষমাণ তালিকায় অন্তর্ভুক্ত ছিল।
বিশ্ববিদ্যালয়ের ৪র্থ দফা মেধা তালিকায় ১৭৩, ১৭৫, ১৭৭ এবং ১৮১ নম্বর মেধাক্রমধারীদের ভর্তির জন্য ডাকা হলেও, ১৮৪তম মেধাক্রমধারী তানকিনকে উপেক্ষা করে ১৮৮তম মেধাক্রমধারীকে ভর্তি করিয়ে নেয়া হয়।
নোটিশে আরও অভিযোগ করা হয়, এ বিষয়ে কোনো পূর্ব নোটিশ বা সময়সীমা প্রকাশ না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেআইনিভাবে ভর্তির কার্যক্রম সম্পন্ন করে, যা তানকিনের আইনগত অধিকার লঙ্ঘন এবং ন্যায়বিচারের পরিপন্থী।
অ্যাডভোকেট মাহমুদুল হাসান তার লিগ্যাল নোটিশে উল্লেখ করেন, ১৮৮তম মেধাক্রমধারীর ভর্তির সিদ্ধান্ত বাতিল করে ১৮৪তম মেধাক্রমধারী তানকিনের ভর্তি নিশ্চিত না করা হলে তারা আদালতের দ্বারস্থ হবেন।