ইশরাক হোসেন
ইশরাক হোসেন

আজকের মধ্যেই ইশরাককে শপথ পড়াতে আইনি নোটিশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আজকের মধ্যেই শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ সোমবার (২৬ মে) ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ নোটিশ পাঠান।

এদিকে, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর বিষয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আবেদনটি করেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

তিনি জানান, আজ চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানির জন্য অন্তর্ভুক্ত করতে চেয়েছিলাম। তবে সেটা আজ সম্ভব হয়নি। তবে আগামীকাল এ বিষয়ে শুনানি হতে পারে।

এর আগে গত ২২ মে হাইকোর্ট সরাসরি খারিজ করে দেন ওই রিট, যেখানে ইশরাককে শপথ না পড়াতে নির্দেশনা চাওয়া হয়েছিল। আদালত রায়ে বলেন, আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়। এতে আইনজীবীদের মতে, ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই।

‘কালক্ষেপণ নয়, এখনই শপথ নিতে হবে’

হাইকোর্টের রায় ঘোষণার পর ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “গড়িমসি না করে এখন সরকারের দায়িত্ব ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করা। আদালতের আদেশের পরও শপথ না পড়ালে সেটা হবে আদালত অবমাননা।”

তারা আরও বলেন, “আমরা আশা করি সরকার কোন ধরণের কালক্ষেপণ না করে আজকের মধ্যেই শপথ অনুষ্ঠান সম্পন্ন করবে।”

আদালতে ইশরাকের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

অপরদিকে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।

রিট এবং পেছনের প্রেক্ষাপট

গত ১৪ মে এক রিট আবেদনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চান ডিএসসিসির বাসিন্দা মো. মামুনুর রশিদ।

রিটে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা চাওয়া হয়।

আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী আকবর আলী।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

তবে ২৭ মার্চ ২০২৫ তারিখে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ওই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ বিজয়ী ঘোষণা করেন।

এরপর ২২ এপ্রিল গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।