চিন্ময়কে নিয়ে তাণ্ডবের ঘটনায় ৮ আসামি ৫ দিনের রিমান্ডে

চিন্ময় দাসকে ফের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

চট্টগ্রাম আদালত এলাকায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (২৬ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন এ আদেশ দেন।

এর আগে গত ১৮ মে একই আদালত থেকে তাকে প্রথমবারের মতো জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, নগরীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এ আবেদন করেন, যা শুনানি শেষে আদালত মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)।

পরদিন তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় এবং আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়ে ইসকন অনুসারীরা। চট্টগ্রাম আদালত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা।

এসময় দোকানপাট, মসজিদসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। ওইদিন বিকেলে আদালতের বিপরীত পাশে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল ইসকন অনুসারীর হামলায় নিহত হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম।

ঘটনার পর ২৯ নভেম্বর রাতে নিহত সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি এ ঘটনায় পুলিশসহ একাধিক ব্যক্তি বাদী হয়ে আরও চারটি মামলা দায়ের করেন।

মোট পাঁচটি মামলার তদন্তে চিন্ময় কৃষ্ণ দাসের সম্পৃক্ততা পাওয়ার পর সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের পৃথক আবেদনের ভিত্তিতে আদালত তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।