বাংলাদেশ বার কাউন্সিল এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আগামী ২৮ মে ২০২৫ (বুধবার) অনুষ্ঠিতব্য হাইকোর্ট পারমিশনের মৌখিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, পূর্বনির্ধারিত বিকাল ৪:৩০ ঘটিকার পরিবর্তে ভাইভা পরীক্ষা শুরু হবে বিকাল ৫:৩০ মিনিট থেকে। স্থান অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বার কাউন্সিলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ২৯ মে ২০২৫ তারিখের মৌখিক পরীক্ষা পূর্বঘোষিত সময় অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
এই সিদ্ধান্ত অনিবার্য কারণবশত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) সই করা এক বিজ্ঞপ্তিতে জানান, “সংশ্লিষ্ট সকলকে সময় পরিবর্তনের বিষয়টি অনুধাবন করে নির্ধারিত সময়ে পরীক্ষায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।”