রাজশাহীতে ‘ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার’ নিয়ে বিচার বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে ‘ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার’-এর বিদ্যমান বিধানাবলীর পর্যালোচনা ও মতামত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে ফৌজদারী বিচার ব্যবস্থায় গতিশীলতা আনয়নে ‘ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার’-এ বিদ্যমান বিধানাবলীর পর্যালোচনা ও মতামত শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আদালতের সম্মেলন কক্ষে গত শুক্রবার (২৪ মে) বিকাল ৪টায় এ সেমিনারটি আয়োজন করা হয়।

সেমিনারের সূচনা বক্তব্য প্রদান করেন রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মালেক। তিনি তাঁর বক্তব্যে বিচার বিভাগের চলমান সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে এই সেমিনারের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

পরবর্তীতে বিচারকবৃন্দ ৬টি গ্রুপে বিভক্ত হয়ে ‘ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার’-এর বিভিন্ন বিধান সম্পর্কিত বিশ্লেষণ ও মতামত নিয়ে গ্রুপ প্রেজেন্টেশন প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান এবং রাজশাহী জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম।

তাঁরা তাঁদের বক্তব্যে সংশ্লিষ্ট বিধানাবলীর বাস্তব প্রয়োগ, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে মূল্যবান মতামত উপস্থাপন করেন।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “Criminal Rules and Orders (Cr.R.O) বিধানের কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে পূর্ণাঙ্গ দায়িত্ববোধ, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে বিচারকবৃন্দ ও সহায়ক কর্মচারীদের হতে হবে সৎ, দক্ষ ও দায়িত্বশীল।”

সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মালেক। তিনি উপস্থিত সকল বিচারক, অতিথি ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।