গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কাছে “রাজনৈতিক দল সংস্কার কমিশন” গঠনের দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কেথুড়ী বাজার এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম।
জুলাই আন্দোলনের সংগঠক ও বিএনপির একজন সক্রিয় রাজনৈতিক কর্মী পরিচয়ে আজ সোমবার (২৭ মে) এক লিখিত আবেদনের মাধ্যমে তিনি এ দাবি জানান।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকার ১০টি সংস্কার কমিশন গঠন করেছে এবং অধিকাংশ কমিশন ইতোমধ্যে তাদের রিপোর্ট প্রদান করেছে। তবে রাজনৈতিক দলগুলোতে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করার জন্য এখনো কোনো “রাজনৈতিক দল সংস্কার কমিশন” গঠিত হয়নি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাইফুল ইসলাম তার আবেদনে বলেন, “রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি গণতন্ত্র না থাকে, তবে দেশে প্রকৃত গণতন্ত্র অর্জন কখনোই সম্ভব নয়। দলীয় স্বৈরতন্ত্র গণতন্ত্রের পথ রুদ্ধ করে রাখে। তাই দলগুলোতে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠার জন্য একটি স্বতন্ত্র সংস্কার কমিশন গঠন করা এখন সময়ের দাবি।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, এই বিষয়ে গুরুত্ব দিয়ে দ্রুত “রাজনৈতিক দল সংস্কার কমিশন” গঠন করে রাজনৈতিক দলগুলোর কাঠামোগত ও নীতিগত সংস্কার নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।