শুনানির ৭ দিনের মধ্যে কজলিস্টে মিলবে মামলার ফলাফল

শুনানির ৭ দিনের মধ্যে কজলিস্টে মিলবে মামলার ফলাফল

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আদালতের বেঞ্চ অফিসারদের জন্য ডিসপোজাল স্লিপ ব্যবস্থাপনায় আনা হয়েছে নতুন ডিজিটাল ব্যবস্থা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে হাইকোর্ট বিভাগের প্রত্যেকটি কোর্ট থেকে যেসব ডিসপোজাল স্লিপ বিবরণী শাখায় পাঠানো হতো, তা সরাসরি অনলাইনের মাধ্যমে গ্রহণ ও প্রিন্ট করার সুযোগ থাকছে। ফলে, আগের মতো হাতে প্রিন্ট করে সেগুলো শাখায় পাঠানোর প্রয়োজন নেই।

তবে প্রশাসন বিভাগ সতর্ক করে বলেছে, যেহেতু ডিসপোজাল স্লিপ এখন শাখা থেকেই প্রিন্ট করা হবে, তাই শুনানি শেষে তথ্য দ্রুত হালনাগাদ না করলে শাখায় সংরক্ষিত তথ্য অসম্পূর্ণ থেকে যেতে পারে।

এজন্য, শুনানি শেষে সর্বোচ্চ ৭ (সাত) দিনের মধ্যে সংশ্লিষ্ট কজলিস্টে মামলার ফলাফল এবং ডিসপোজাল সম্পর্কিত তথ্য এন্ট্রি ও আপডেট করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এই উদ্যোগটি ডিজিটাল কোর্ট পরিচালনার পথে আরও এক ধাপ অগ্রসর বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে সময় ও জনবল দুটোই সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।