সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
আজ বুধবার (২৮ মে) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৭ অনুযায়ী অতিরিক্ত বিচারক পদে নিয়োগের লক্ষ্যে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যাদি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আগামী ২২ জুন ২০২৫ তারিখের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে ডাকযোগে বা সরাসরি জমা দিতে হবে।”
যারা ইতোমধ্যেই বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত ফরমে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২১ জানুয়ারি দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিচারপতি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ গেজেট আকারে প্রকাশ করে সরকার।
এই অধ্যাদেশ অনুযায়ী একটি স্বতন্ত্র সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠিত হয়, যার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া চালানো হচ্ছে।