জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে আবেদন দায়ের করা হয়েছে। হাইকোর্টের প্রতি ‘বিরূপ ও মানহানিকর মন্তব্য’ করায় এই আবেদন করা হয় বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী।
আজ বুধবার (২৮ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।
এর আগে, গত ২২ মে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেনকে শপথ না করানো সংক্রান্ত রিট খারিজ করে হাইকোর্ট। এই আদেশের পর এনসিপি নেতা সারজিস আলম নিজের ফেসবুক পোস্টে লেখেন:
“মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কি?”
এই মন্তব্যকে আদালতের প্রতি ‘চরম অবজ্ঞাসূচক ও বিচার বিভাগের মর্যাদাহানিকর’ উল্লেখ করে ২৫ মে আইনজীবী জসিম উদ্দিন সারজিস আলমকে একটি লিগ্যাল নোটিশ পাঠান।
সেখানে বলা হয়, তাকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে।
এছাড়া, নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও আহ্বান জানানো হয়।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো প্রকার দুঃখপ্রকাশ না করায় আজ আদালতে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়।