বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন করোনা আক্রান্ত
অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বিএনপির মনোনয়ন পেলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মনোনয়ন ঘোষণার পর সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্যে সন্তুষ্টির সাড়া পড়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন করে আরও ৩৬টি আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ঘোষিত ৩৬ জনের তালিকায় অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নামও যুক্ত হয়।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা, দলীয় শীর্ষ নেতাদের পক্ষে সাহসী আইনি লড়াই এবং খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় দীর্ঘদিনের অংশগ্রহণের কারণে আইনজীবী মহলে তার মনোনয়নকে স্বাগত জানানো হয়েছে। নির্বাচনী এলাকাতেও তিনি জনপ্রিয় একজন প্রার্থী হিসেবে পরিচিত।

এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার খানসহ একাধিক নেতা। প্রথম দফায় বরিশালের ছয়টি আসনের মধ্যে বরিশাল-৩ একমাত্র ফাঁকা রাখা হয়েছিল।

ফাঁকা রাখার পর রাজনৈতিক মহলে ধারণা ছিল, আসনটি হয়তো জোট বা সমমনা দলগুলোর জন্য ছেড়ে দিতে পারে বিএনপি। শরিক এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নামও আলোচনায় ছিল। তবে বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে সে সব জল্পনার ইতি ঘটল।