ফেনীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিচারপ্রার্থী সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় আদালতে যে অচলাবস্থা চলছে, তার প্রতিবাদেই আদালত চত্বরে মানুষের কণ্ঠে উঠে আসে তীব্র ক্ষোভ।
গত সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুরুল আমিন খান। সঞ্চালনায় ছিলেন এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।
বক্তাদের মধ্যে ছিলেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট মেজবাহ উদ্দিন খান, সাধারণ সম্পাদক এডভোকেট মীর মোশারফ হোসেন মানিক, সাবেক সভাপতি এডভোকেট আবদুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পার্থ পাল চৌধুরী, এডভোকেট মোহতাছেম উদ্দিন বিল্লাহ, এডভোকেট নুরুল আবসার মুকুলসহ আরও অনেকে। তাঁরা সবাই বিচারিক অচলাবস্থা, এজলাস সংকট ও প্রশাসনিক গড়িমসির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, দেশের অন্যান্য জেলায় যেখানে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মিত হয়ে বিচারিক কার্যক্রম আরও কার্যকরভাবে চলছে, সেখানে ফেনীতে এই ভবনের অভাব বিচারপ্রার্থীদের জন্য গুরুতর সংকট তৈরি করছে। যথেষ্ট আদালত কক্ষ না থাকায় প্রতিনিয়ত ভোগান্তি বাড়ছে, বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। তাঁদের অভিযোগ, এজলাস সংকট ফেনীর বিচার ব্যবস্থাকে দীর্ঘদিন ধরে পিছিয়ে দিচ্ছে।
সবচেয়ে ক্ষোভের বিষয় হলো—পাঁচ বছর আগে ভবন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ হলেও এখনো বাস্তবে কোনো কাজ শুরু হয়নি। বক্তারা প্রশ্ন তোলেন, জমি নেওয়ার পরও কাজ শুরু না হওয়ার কারণ কী? কে বা কারা বাধা দিচ্ছে? এ প্রকল্প বাস্তবায়নে বারবার বিলম্ব কেন হচ্ছে? এই অচলাবস্থা অবসানে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে উপস্থিত সবার দাবি ছিল একটাই—বিচারপ্রার্থী মানুষ আর ভোগান্তি সহ্য করতে রাজি নয়। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ শুধু একটি স্থাপনা নির্মাণ নয়; বিচারব্যবস্থাকে গতিশীল করা এবং মানুষের অধিকার রক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবিলম্বে ভবন নির্মাণের কাজ শুরু করার দাবি জানান সবাই।

