আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়া বিজেএসের ১৩ জনকে সিভিল জজ হিসেবে অস্থায়ী নিয়োগ

সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১০২ জনের মধ্যে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়া ১৩ জনকে সিভিল জজ (শিক্ষানবিশ) হিসেবে অস্থায়ী নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার (৮ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ—বিচার শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ২৮ জুলাই ২০২৫ তারিখের স্মারক অনুযায়ী কমিশন নির্ধারিত মেধাক্রম বজায় রেখে এবং প্রাক-পরিচয় পুনঃযাচাই চলমান রেখে প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নিজ নিজ কর্মস্থলে সিভিল জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়। বেতন স্কেল—বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৬ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেড (৩০৯৩৫–৬৪৪৩০)।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের তালিকা

(কমিশন নির্ধারিত মেধাক্রম অনুযায়ী)

১. তানসেনা হোসেন মনীষা
রোল: ৫৩১৩
জন্ম তারিখ: ১২.০৪.১৯৯৯
নিজ জেলা: নীলফামারী
পদায়ন: সিভিল জজ, রংপুর

২. নিশাত মনি
রোল: ৫৬৪১
জন্ম তারিখ: ০৯.০৯.২০০০
নিজ জেলা: পাবনা
পদায়ন: সিভিল জজ, কুমিল্লা

৩. গগন পাল
রোল: ৭০৮৮
জন্ম তারিখ: ১৯.১১.১৯৯৭
নিজ জেলা: জয়পুরহাট
পদায়ন: সিভিল জজ, বগুড়া

৪. নাহিম হাসান
রোল: ৭৫২০
জন্ম তারিখ: ২৬.১১.১৯৯৮
নিজ জেলা: গোপালগঞ্জ
পদায়ন: সিভিল জজ, সাতক্ষীরা

৫. মো. রেজাউল ইসলাম
রোল: ৩৮৭৪
নিজ জেলা: চাঁদপুর
পদায়ন: সিভিল জজ, লালমনিরহাট

৬. মো. অনিক আহমেদ
রোল: ৩০৪৩
জন্ম তারিখ: ০৯.০৪.১৯৯৯
নিজ জেলা: সিরাজগঞ্জ
পদায়ন: সিভিল জজ, নীলফামারী

৭. মো. মাহমুদুল হোসেন মুন্না
রোল: ৫৪৫৪
জন্ম তারিখ: ০৮.০৮.১৯৯৯
নিজ জেলা: ঠাকুরগাঁও
পদায়ন: সিভিল জজ, ঠাকুরগাঁও

৮. সাদিকুর রহমান
রোল: ১০১১
জন্ম তারিখ: ০৮.০৩.১৯৯৯
নিজ জেলা: মাদারীপুর
পদায়ন: সিভিল জজ, টাঙ্গাইল

৯. মো. মামুন হোসেন
রোল: ২৩২০
জন্ম তারিখ: ১০.১২.১৯৯৫
নিজ জেলা: সাতক্ষীরা
পদায়ন: সিভিল জজ, পিরোজপুর

১০. সাইমন সৈয়দ
রোল: ৮২৫৫
জন্ম তারিখ: ০৭.০৭.১৯৯৩
নিজ জেলা: চট্টগ্রাম
পদায়ন: সিভিল জজ, শেরপুর

১১. সাজ্জাদুল হক
রোল: ৩৮০০
জন্ম তারিখ: ৩০.১০.১৯৯৮
নিজ জেলা: নেত্রকোণা
পদায়ন: সিভিল জজ, জয়পুরহাট

১২. সুব্রত পোদ্দার
রোল: ৬৩১০
জন্ম তারিখ: ০১.০২.১৯৯৬
নিজ জেলা: গোপালগঞ্জ
পদায়ন: সিভিল জজ, টাঙ্গাইল

১৩. মেহনাজ হুমাইরা কুহেলী
রোল: ৫৮৩৬
জন্ম তারিখ: ০১.০১.২০০০
নিজ জেলা: মেহেরপুর
পদায়ন: সিভিল জজ, জয়পুরহাট

নিয়োগের শর্তাবলি

প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত সিভিল জজদের জন্য চারটি প্রধান শর্ত উল্লেখ করা হয়েছে:

১. পরিচয় যাচাই: পুনঃপ্রাক-পরিচয় যাচাইয়ে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য পাওয়া গেলে তার নিয়োগ পুনর্বিবেচনা করা হবে।

২. প্রশিক্ষণ বাধ্যতামূলক: চাকরিতে যোগদানের তারিখ থেকে নিম্নরূপ সময়সূচিতে আদালত কার্যক্রম ও প্রশাসনিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে—

  • ২০ দিন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি

  • ১০ দিন জেলা লিগ্যাল এইড অফিস

  • ২০ দিন সিনিয়র সিভিল জজ/সিভিল আদালত

  • ৫ দিন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত

  • ৫ দিন জেলা ও দায়রা জজ আদালত

৩. প্রশিক্ষণ পদ্ধতি: প্রশিক্ষণে ‘শিক্ষানবিশ সিভিল জজগণের প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষা আদেশ, ২০০৮’-এর অনুচ্ছেদ ৬ মানতে হবে।

৪. প্রশিক্ষণ প্রতিবেদন: প্রশিক্ষণ শেষে জেলা ও দায়রা জজ ওপরোক্ত আদেশ অনুযায়ী প্রতিবেদন পাঠাবেন এবং শিক্ষানবিশদের আদালতের দায়িত্ব প্রদান সংক্রান্ত ব্যবস্থা নেবেন।