সারাদেশের অধস্তন আদালতে কর্মরত ১২৭ জন বিচারককে একযোগে বদলি করেছে সরকার। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সিভিল জজ, সিনিয়র সিভিল জজ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সমপদমর্যাদার এ বিচারকদের বদলি নির্দেশনা দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে সই করেন আইন মন্ত্রণালয়ের বিচার শাখার উপসচিব (প্রশাসন-১) এ. এফ. এম গোলজার রহমান। প্রজ্ঞাপনটি গতকাল সোমবার (৮ ডিসেম্বর) জারি হয়।
নির্দেশনায় বলা হয়েছে—বদলিকৃত বিচারকদের আগামীকাল ১০ ডিসেম্বর বর্তমান কর্মস্থলের দায়িত্ব সংশ্লিষ্ট জেলার ভ্যাকেশন জজ বা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করতে হবে। এরপর ১৪ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
আরও পড়ুন : পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়া বিজেএসের ১৩ জনকে সিভিল জজ হিসেবে অস্থায়ী নিয়োগ
তবে সিভিল জজ ও সিনিয়র সিভিল জজদের ক্ষেত্রে আলাদা নির্দেশনা রয়েছে। তাদের নতুন কর্মস্থলে যোগদানের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ জানুয়ারি। কেউ ছুটি বা প্রশিক্ষণে থাকলে সেই কার্যক্রম শেষে যোগদানের দিন বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পরবর্তী তিন দিনের মধ্যে বদলিকৃত কর্মস্থলে উপস্থিত হতে হবে।
আর যেসব সিভিল বা সিনিয়র সিভিল জজকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কিংবা জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে, তাদের অবকাশকালীন ছুটি আগামীকাল ১০ ডিসেম্বর থেকে বাতিল করা হয়েছে।

