বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ।
আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ২টায় প্রধান বিচারপতির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে জার্মান রাষ্ট্রদূত বলেন, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণে ড. রেফাত আহমেদের নেওয়া উদ্যোগগুলো উল্লেখযোগ্য ও ফলপ্রসূ।
বিশেষ করে তাঁর প্রচেষ্টায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হওয়ার বিষয়টি তিনি উচ্চ প্রশংসায় উল্লেখ করেন।
রাষ্ট্রদূত আরও জানান, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান প্রধান বিচারপতির দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে দিকনির্দেশক ভূমিকা রাখবে।
তিনি আশ্বাস দেন, একটি শক্তিশালী বিচার ব্যবস্থা গঠনে জার্মানি বাংলাদেশের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
প্রধান বিচারপতি জার্মান রাষ্ট্রদূতকে জানান, বিপ্লবোত্তর বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।
পাশাপাশি দুই দেশের বিচার বিভাগের সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জার্মান বিচার বিভাগের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

