জাপানে বাংলাদেশি আইনজীবীদের সংগঠন ‘বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন জাপান’ এর আত্মপ্রকাশ

জাপানে বসবাসরত বাংলাদেশি আইনজীবীদের ঐক্যবদ্ধ করতে এবং পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন জাপান (BLAJ)’। সম্প্রতি জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস (বাংলাদেশ হাউস)-এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে জাপানে অবস্থানরত বাংলাদেশি আইনজীবী সমাজের প্রতিনিধিরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জাপানে আইনি পেশায় নিয়োজিত বাংলাদেশিদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে একত্রিত করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন জাপানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রধান লক্ষ্যগুলো হলো: জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা। একাডেমিক ও পেশাগত সহযোগিতা উন্নয়নের মাধ্যমে সদস্যদের দক্ষতা বৃদ্ধি। বাংলাদেশ ও জাপানের মধ্যে আইনগত, প্রাতিষ্ঠানিক এবং জনতাত্ত্বিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২০২৬)অনুষ্ঠানে ২০২৫-২০২৬ মেয়াদের জন্য আংশিক কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। কমিটির শীর্ষ পদগুলো সভাপতি এম সাইফুল ইসলাম রিয়াদ, সহ-সভাপতি মাহদী হাসান খান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রুসো, যুগ্ম সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক সম্পা মাহদী, প্রচার ও জনসংযোগ সম্পাদক, মনিরুল ইসলাম মনির, অর্থ সম্পাদক সুমাইয়া রিজভী মৌরি।

সংগঠনের সংবিধান অনুযায়ী অবশিষ্ট পদসমূহ যথাসময়ে পূরণ করা হবে জানানো হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সেই সঙ্গে তারা জাপানে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকল মহলের সক্রিয় সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।