নিজের ফেসবুক ওয়ালে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলন বিষয়ে উস্কানিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে সাখাওয়াত হোসেন নামে এক আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঙ্গলবার (৭ আগস্ট) বিকেলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন শাকিল মাহমুদপুর মহল্লার আব্দুল কুদ্দুস সরকারের ছেলে ও সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সদস্য।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলন চলাকালীন এ বিষয়ে উস্কানিমূলক একটি পোস্ট নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন আইনজীবী সাখাওয়াত। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে আইনজীবী সাখাওয়াত বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় আইসিটি আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।